বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বীরেন্দ্রনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দোহা পিপিএম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৬ জানুয়ারীতে স্ত্রী লুবনা বেগমকে (২৮) গলা কেটে হত্যার পর পলাতক ছিলেন হেলাল মিয়া। এ ঘটনায় তার স্ত্রী নিহত লুবনার বড় ভাই বাদী হয়ে একমাত্র হেলালকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার ভিত্তিতে বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এনইউ/এএটি