ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘চীন-ভারতের মতো অর্থনৈতিক শক্তি হতে পারে বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
‘চীন-ভারতের মতো অর্থনৈতিক শক্তি হতে পারে বাংলাদেশ’ এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ-ছবি- পিআইডি

ঢাকা: বাংলাদেশের বড় অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও।

তিনি বলেছেন, চীন ও ভারতের মতো বড় অর্থনৈতিক শক্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ মন্তব্য করেন সফররত এডিবি প্রেসিডেন্ট তাকেহিকো নাকাও।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতকালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে এডিবির আগ্রহের কথাও প্রকাশ করেন তাকেহিকো নাকাও।

বিদ্যুৎ-জ্বালানি ও যোগাযোগ খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে এডিবি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়েও আলোচনা হয়।

মানবিক কারণে দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার কথা এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে টেকনাফের স্থানীয় জনগণ ও পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাবের কথাও তুলে ধরেন।

যোগাযোগের ওপর গুরুত্বারোপ করে রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়ার কথা এডিবি প্রেসিডেন্টকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।