ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুবিতে বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর পুরস্কার বিতরণী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
খুবিতে বার্ষিক শিল্পকলা প্রদর্শনীর পুরস্কার বিতরণী বার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে পুরস্কার প্রাপ্তরা/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) চারুকলা ইনস্টিটিউটের চারদিনব্যাপী বার্ষিক শিল্পকলা প্রদর্শনী শেষ হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ প্রদর্শনীতে প্রদর্শীত শিল্পকর্মের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এর আগে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. সাবিহা হক এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. ফিরোজ আহমদ, তারা উভয়ই চারুকলা ইনিস্টিটিউটের নির্বাহী কমিটির সদস্য।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান ড. নিহার রঞ্জন সিংহ। অনুষ্ঠানে চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয়কে শুভেচ্ছা উপহার হিসেবে তিনটি পেইন্টিং উপহার দেন ইনস্টিটিউটের পরিচালক।

এছাড়া বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত ক্যাটালগের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উপাচার্য। এ সময় চারুকলা ইনস্টিটিউটের তিনটি ডিসিপ্লিন প্রধান এবং শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 
এবার এ প্রদর্শনীতে দুইশতাধিক শিল্পকর্ম প্রদর্শীত হয়। এর মধ্যে শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে শশিভুষণ পাল গ্রান্ড এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের এমএফএ (মাস্টার্স অব ফাইন আর্টস) ১৬ ব্যাচের শিক্ষার্থী পীযুষ বিশ্বাস, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের মো. কাওসার সিকদার, ভাস্কর্য ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের জায়েদ আল মাহফুজ।

এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- মিডিয়া বেস্ট এ্যাওয়াডর: ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের শিক্ষার্থী জয় কুমার ভৌমিক, বিএফএ (ব্যাচেলর অব ফাইন আর্টস) ১২ এবং ১৩ ব্যাচের অলিক কুমার রপ্তান, ১৪ ব্যাচের রাজ সিংহ, ১৫ ব্যাচের হিরন্ময় মন্ডল, ১৬ ব্যাচের অমিয়বল অমি, ১৭ ব্যাচের আয়শা সিদ্দিকা, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের কেয়া চক্রবর্তী, বিএফএ ১২ এবং ১৩ ব্যাচের মো. তৌহিদুর রহমান, ১৪ ব্যাচের পিন্টু ঠিকাদার, ১৫ ব্যাচের মো. শফিকুল আলম, ১৬ ব্যাচের তাবাসসুম ইমা, ১৭ ব্যাচের সুমাইতা আফরিন, ভাস্কর্য ডিসিপ্লিনের এমএফএ ১৬ ব্যাচের গৌতম চৌধুরী, বিএফএ ১২ এবং ১৩ ব্যাচের মো. রবিউল ইসলাম, ১৪ ব্যাচের রূপক কুমার সাহা, ১৫ ব্যাচের নিশাত আরা সীমা, ১৬ ব্যাচের ঐন্দ্রিলা হাজরা, ১৭ ব্যাচের মধুরিমা সাহা। ক্লাস বেস্ট এ্যাওয়ার্ড: ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের এমএফএ, ১৬ ব্যাচের সজল মিশ্র, বিএফ এ ১২ এবং ১৩ ব্যাচের ববিতা আখতার, ১৪ ব্যাচের দিতি শীল চৈতি, ১৫ ব্যাচের অলোকেশ মন্ডল, ১৬ ব্যাচের সুভাশিষ বৈরাগী, ১৭ ব্যাচের পুষ্পেন্দু রাজ, প্রিন্টমেকিং ডিসিপ্লিন, এমএফএ, ১৬ ব্যাচের শাহরিন শাবনাম, বিএফএ, ১২ এবং ১৩ ব্যাচের জেবা ফারিয়া মিতি, ১৪ ব্যাচের নওরিন শাহরিন শান্তা, ১৫ ব্যাচের মেহেদী আহমেদ সৈকত, ১৬ ব্যাচের তন্দ্রা বিশ্বাস, ১৭ ব্যাচের অমরিতা রায়। ভাস্কর্য ডিসিপ্লিনের এমএফএ, ১৬ ব্যাচের শ্রবন্তি চৌধুরী, বিএফএ, ১২ এবং ১৩ ব্যাচের বিজন হালদার, ১৪ ব্যাচের দেবাংশু কুমার গাইন, ১৫ ব্যাচের মৌমিতা রায়, ১৬ ব্যাচের ফারিনা সুলতানা তমা, ১৭ ব্যাচের তিয়ান্না আশিক প্রাপ্তি। পরে উপাচার্য কবি নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।