বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের কুতুবদিয়া এলাকায় র্দীঘদিন ধরে চুল্লি তৈরি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছে।
অভিযান চলাকালে লাকড়ি, পরিত্যক্ত ইট ও কাঠের কয়লা জব্দ করা হয়েছে। পরে জব্দ হওয়া মালামাল এক লাখ ৩২ হাজার টাকায় নিলামে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জোহা, গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আল-মাহমুদ, পরিদর্শক দিলরুবা আক্তার, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেমসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৮
আরএস/জিপি