তবে বিশেষ বিসিএসে সাধারণ প্রার্থীদের আবেদন করার সুযোগ না থাকলেও পিএসসি বলছে, অল্প ব্যবধানের মধ্যে আরেকটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন। যাতে বিভিন্ন ক্যাডারে দুই থেকে আড়াই হাজার শূন্য পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাডারের প্রার্থীরা।
৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার (২৮ ফেব্রুয়ারি), যাতে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৮৬ জন।
পিএসসি জানায়, বর্তমানে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষে এখন ফলাফল প্রস্তুতের কাজ চলছে। এরপর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও বেশ কিছু নন-ক্যাডারের পরীক্ষার বিষয়ে ব্যস্ত সময় পার করছে পিএসসি।
পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, অল্প সময়ের মধ্যে পরবর্তী বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পিএসসি জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জনের ৪৫৪২ ও সহকারী ডেন্টাল সার্জনের ২৫০টি শূন্য পদ পূরণ সংক্রান্ত বিশেষ বিসিএস পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪ এর এককালীন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিষয়টি নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন বাংলানিউজকে বলেন, স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দিতে বিশেষ বিসিএসের জন্য ৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দ্রুত। এটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে।
বেতন-কাঠামো পরিবর্তন হয়ে বেতন বৃদ্ধির পরে সরকারি চাকরিতে আগ্রহ বাড়ছে শিক্ষাজীবন শেষ করা চাকরি প্রার্থীদের। সর্বশেষ ৩৮তম বিসিএসের জন্য তিন লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থীর মধ্যে প্রিলিমিনারিতে অংশ নেন দুই লাখ ৮৮ হাজার ৮৯৯ জন।
এ অবস্থায় স্বাস্থ্য ক্যাডারে বিসিএসের বিজ্ঞপ্তির পর যাতে সাধারণ প্রার্থীদের অপেক্ষায় না থাকতে হয় সে দিকটিও বিবেচনায় রাখছে সরকারি কর্ম কমিশন। সেজন্য দ্রুত সময়ে আরেকটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন বলেন, ৪০তম বিসিএসের জন্যও কাজ চলছে। এ বিসিএসে দুই থেকেই আড়াই হাজার পদ তো থাকবেই।
৩৯তম বিসিএসের বিজ্ঞপ্তির পর অল্প সময়ের ব্যবধানে ৪০তম বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমআইএইচ/আরএ