বৃহস্পতিবার (০১ মার্চ) দুপুরে রুপাতলীর ঢাকা-বরিশাল মহাসড়কে থেকে জাটকাসহ তাদের আটক করে কোতোয়ালি মডেল থান পুলিশের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে বলেন, ট্রাকটিতে করে ১৪০ মণ জাটকা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও মৎস অধিদফতর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করে এবং জাটকা পাচারের সঙ্গে জড়িত ফরহাদ মিয়া, শাহআলম ও জসিম মৃধা নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খানের ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপার্দ করা হয়। এসময় আদালত আটকদের মোট সাত হাজার টাকা জরিমান করেন এবং জব্দকৃত জাটকাগুলো শহরের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এমএস/ওএইচ/