ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চতুর্থদিনের মতো চলছে রামকৃষ্ণ মিশনের শতবর্ষপূর্তি উৎসব 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
চতুর্থদিনের মতো চলছে রামকৃষ্ণ মিশনের শতবর্ষপূর্তি উৎসব  রামকৃষ্ণ মিশনে শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে অতিথিরা-ছবি-ডিএইচ বাদল

ঢাকা:  বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব ও আলোচনা সভার মধ্য দিয়ে চলছে রামকৃষ্ণ মিশন ঢাকা'র শতবর্ষ পূর্তির চতুর্থদিনের আয়োজন। 

বৃহস্পতিবার (১ মার্চ)  অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৩টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বংশীবাদক মো. মামুনের বাঁশি পরিবেশনায় শুরু হয় প্রথম পর্ব।

দ্বিতীয় পর্বে আলোচনা সভার আগে নৃত্যাঞ্চল ঢাকার শিশুদের নৃত্যানুষ্ঠানে সরগরম হয়ে ওঠে মিশন।  

আলোচনা সভার পরেই থাকছে রামকৃষ্ণ আশ্রম নরসিংদী সারদা শিল্পীগোষ্ঠীর নাটক 'অনুভবে ভগবান শ্রীরামকৃষ্ণ'।  

চতুর্থ দিনের আলোচনা সভায় রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ও ভারতের বেলুড় মঠের সহ-সম্পাদক স্বামী বলভদ্রানন্দ মহারাজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শওকত আরা হোসেন, সহযোগী অধ্যাপক শ্রীমিলটন কুমার দেব, মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, ফরিদপুরের রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী সুরবরানন্দ মহারাজ প্রমুখ।  

গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলবে ৩ মার্চ পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।