ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
কুষ্টিয়ায় লালন স্মরণোৎসবের উদ্বোধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়াঃ কুষ্টিয়ায় তিনদিন ব্যাপি লালন স্মরণোৎসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১, মার্চ) রাত ৮টায় কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে লালন স্মরণোৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এ সময় সাংবাদিকদের হানিফ বলেন, ‘বিএনপি মিথ্যাচার করে লিফলেট দিয়েছে। তত্বাবধায়ক আমলে দুই নেত্রীর নামেই মামলা হয়েছিল।

পরবর্তিতে দুই নেত্রীই মামলা বাতিলের জন্য উচ্চ আদালতে আবেদন করেন। মেরিট না থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা টেকেনি। কেননা দুর্নীতি যাতে না হয় সেই জন্যে শেখ হাসিনার সরকার
নাইকো চুক্তি গ্রহন করেনি। অন্যদিকে ক্ষমতায় এসে বিএনপি সকল নিয়মনীতি উপেক্ষা করে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান’র নির্দেশে তারা নাইকোর সাথে চুক্তি করে। যার কারণে বেগম খালেদা জিয়া এ মামলার আসামী হিসেবে বিবেচিত হয়েছে। একই সময়ে বেগম খালেদা জিয়ার অপর একটি মামলা বাতিল হয়। তার মানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে। ’

হানিফ আরও বলেন, ‘বেগম জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা আত্মসাতের মামলার মেরিট ছিল বলে মামলাটি চলেছে। সেটি আজ প্রমাণীত। এর সাথে সরকারের কোন সম্পর্ক নেই। ’

পরে লালন আখড়াবাড়ীর মূল মঞ্চে আলোচনায় প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী লালন স্মরণোৎসব উদ্বোধন করেন হানিফ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি জহির রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খাঁন, সাধারন সম্পাদক আজগার আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খাঁন, কুষ্টিয়া কোর্টের জিপি এ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম, পিপি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুমারখালী পৌর মেয়র শামসুজ্জামান অরুন, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহিনুর রহমান।

স্মরণোৎসবে থাকবে লালনের স্মৃতিচারণ করে আলোচনা, লালন সঙ্গীতানুষ্ঠান ও লালন গ্রামীণ মেলা।

আলোচনাসভা শেষে গভীর রাত অবধি চলবে বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীতানুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।