এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে বেশ কিছু হকার ব্যবসা করে আসছিল। ওইসব হকারদের কাছ থেকে ফারুক হোসেন তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের লোকজন চাঁদা উঠাতে গেলে হকাররা তাদের প্রতিহত এবং চাঁদা দিতে অস্বীকার করে। পরে ফারুককে বিষয়টি জানালে, রাত ৮ টার দিকে ফারুক ফের তার লোকজন নিয়ে হকারদের কাছ থেকে চাঁদা উঠাতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ফারুক হোসেন গুরুত্বর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৮
আরএস/এমএমএস