শুক্রবার (২ মার্চ) ভোরে স্থানীয়রা কুতুপালং ক্যাম্পের ই-ব্লক-৩ এর অদূরে মরদেহটি দেখতে পায়ে পুলিশে খবর দেয়। নিহত আবু তাহের ওই ক্যাম্পের আবু হাশেমের ছেলে।
কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ডাকাতের আঘাতে আবু তাহেরের মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাকছুদুর রহমান বাংলানিউজকে বলেন, রোহিঙ্গা যুবককের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জান যায় রোহিঙ্গাদের দু’পক্ষের মধ্যে মারামারিতে ওই যুবককে মৃত্যু হয়। এ ঘটনায় নয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
জিপি