ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের আমরণ অনশনের ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
মাগুরায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের আমরণ অনশনের ঘোষণা বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সভা

মাগুরা: সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন ভাতার দাবিতে আগামী ১০ মার্চ জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট ও দাবি আদায় না হলে ওই দিন থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (০২ মার্চ) দুপুরে মাগুরা পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন- খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।

পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ।

প্রধান অতিথি ছিলেন-মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটু। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল অলিম মোল্লা। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তসলিম আলী লিলি, মাগুরা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আলমগীর হোসেন এবং আব্দুল হান্নান।
সভায় সংগঠনের খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।