ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
রূপগঞ্জে ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো আল-হেলাল (১৬) নামের এক কিশোর।

শুক্রবার (০২ মার্চ) বিকেলে ইউএনও’র নির্দেশে এ বিয়ে বন্ধ করা হয়।

স্থানীয় কাউন্সিলর আছমা বেগম বাংলানিউজকে জানান, লালমনিরহাট সদর উপজেলার গুরিয়াদাহ এলাকার এমদাদুল হকের ছেলে আল হেলালের সঙ্গে মাগুরা জেলার সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার আমিনুল হক মোল্লার মেয়ে আন্নি আক্তারের বিয়ের আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেন ইউএনও আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

পরে বিকেলে সরেজমিনে গিয়ে ইউএনও’র নির্দেশক্রমে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এসময় পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বাল্যবিয়ে দেবেন না বলে বর ও কনের পরিবারের সদস্যরা অঙ্গীকার করেছেন বলেও জানান কাউন্সিলর আছমা বেগম।

বাংলাদেশ সময়: ১৮১৫ মার্চ ০২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।