ঢাকার রামকৃষ্ণ মিশনের শতবর্ষপূর্তি উৎসবের সমাপনী অনুষ্ঠানের মাতৃ সম্মেলনে শুক্রবার (০২ মাচ) বিকেলে বক্তব্য রাখছিলেন তারানা হালিম।
প্রতিমন্ত্রী বলেন, আইনের শাসনের ক্ষেত্রে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই সমান আশ্রয়ের অধিকারী।
তিনি বলেন, সংবিধানে প্রদত্ত অধিকারগুলোতে ধর্ম কোনো বিভাজন সৃষ্টি করেনি। সব মৌলিক অধিকার সমানভাবে পাওয়ার অধিকার সব নাগরিক রাখেন। রাষ্ট্র আমাদের বিভেদ করে না। বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার। সংবিধানে বলা আছে, প্রত্যেক মানুষ তাদের ধর্মচর্চার ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দেশ আমরা ছিলাম, আছি এবং থাকবো উল্লেখ করে তারানা হালিম বলেন, আমাদের আনন্দের রং এক, বেদনার অনুভূতি এক, চোখের জল এক, রক্তের রং-ও এক।
এর আগে সকালে ভাবপ্রসার সংসদের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেদান্ত সোসাইটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, হলিউডের মিনিস্টার ইনচার্জ স্বামী সর্বদেবানন্দজী মহারাজ।
এছাড়া শতবর্ষপূর্তি উৎসবে উষা কীর্তন, বিশেষ পূজা, হোম, শ্রীমদ্ভাগবৎ পাঠ, ভজন সঙ্গীত, আলোচনা সভা, গীতি আলেখ্য, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, পদাবলি কীর্তন, হোমিও চিকিৎসা সেবা ক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প, নাটক, নর-নারায়ণ সেবা, যুব সম্মেলন, মাতৃ সম্মেলন, ভাবপ্রসার সংসদের সম্মেলন, শিশুদের বিচিত্রানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় ও সারদা শিশু নিকেতনের পুরস্কার বিতরণ ও বার্ষিক অনুষ্ঠান, যাত্রাপালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
এসএ/জেডএস