ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবকিছুর ঊর্ধ্বে মানুষ, মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
সবকিছুর ঊর্ধ্বে মানুষ, মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই কণ্ঠশিল্পী এন্ড্র কিশোর

মেহেরপুর: দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্র কিশোর বলেছেন, সবকিছুর ঊর্ধ্বে মানুষ এবং মানবতার ঊর্ধ্বে আর কিছু নেই। আমরা যে ধর্মের মাধ্যমেই প্রচার করি, যে ধর্মের কাছেই আশ্রয় নিই না কেনো। আপনি মানুষের জন্য কি করলেন সেটাই আসল।

যদি স্বর্গ-নরক, বা বেহেস্ত-দোযখ অথবা ঈশ্বর-খোদা বিশ্বাস করি তাহলে এটাও বিশ্বাস করতে হবে স্বর্গ-নরক এখানেই পাওয়া যায়। ভালো কাজ করলে ভালো আর খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যাবে।

সৎ জীবনের ওপর কোনো জীবন নেই।

শুক্রবার (২ মার্চ) বিকেলে গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামে খ্রিস্টান সম্প্রদায় আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ আত্মিক উজ্জীবনী সভার সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আয়োজক কমিটির সভাপতি রেভা. মিলন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল, তার স্ত্রী মৌসুমী কুণ্ডু নানা-নাতী খ্যাত অভিনয় শিল্পী শরীফ উদ্দীন তালুকদার নিপু।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।