যদি স্বর্গ-নরক, বা বেহেস্ত-দোযখ অথবা ঈশ্বর-খোদা বিশ্বাস করি তাহলে এটাও বিশ্বাস করতে হবে স্বর্গ-নরক এখানেই পাওয়া যায়। ভালো কাজ করলে ভালো আর খারাপ কাজ করলে খারাপ ফল পাওয়া যাবে।
শুক্রবার (২ মার্চ) বিকেলে গাংনী উপজেলার নিত্যনন্দপুর গ্রামে খ্রিস্টান সম্প্রদায় আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ আত্মিক উজ্জীবনী সভার সমাপনী দিনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আয়োজক কমিটির সভাপতি রেভা. মিলন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল, তার স্ত্রী মৌসুমী কুণ্ডু নানা-নাতী খ্যাত অভিনয় শিল্পী শরীফ উদ্দীন তালুকদার নিপু।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৮
আরএ