ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২, ২০১৮
কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসব কুয়াকাটা সৈকতে ঘুড়ি উৎসব

পটুয়াখালী: পর্যটক আকর্ষণের লক্ষ্যে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ঘুড়ি উৎসব হয়েছে। ছুটির দিন হওয়ায় শুক্রবার (২ মার্চ) দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকত কুয়াকাটায়।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা কুয়াকাটায় সূর্যদয় ও সূর্যাস্ত অবলোকনের পাশাপাশি বাহারি নকশার দৃষ্টি নন্দন ঘুড়ি নীল আকাশে ওড়ার দৃশ্য সবাইকে অভিভুত করে।

ঘুড়ি উৎসবের আয়োজক ছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেলের সমন্বয়কারী আরিফুর রহমান জানান, বঙ্গোপসাগরের ১৮ কিলোমিটার জুড়ে কুয়াকাটা সৈকত।

সেই কুয়াকাটায় পর্যটক আকর্ষণের লক্ষ্যে  আমরা বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কুয়াকাটায় ঘুড়ি উৎসবের আয়োজন করেছি। ১০টি বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়িয়ে পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে সক্ষম হয়েছি।

কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটক নাসির উদ্দিন জানান, ভ্রমণে এসে পাখির মতো দেখতে ঘুড়ি উড়িয়ে খুব আনন্দ পেয়েছি।  

বাংলাদেশ সময়: ০৩৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।