শুক্রবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেয়ার জন্য অপেক্ষমান লঞ্চটির ৩১৭ নম্বর ডাবল কেবিনে এ ঘটনা ঘটে। এসময় লঞ্চ কর্তৃপক্ষই লঞ্চের জেনারেটর বন্ধ করে আগুন নিভিয়ে ফেলে।
বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কেবিনের বিছানার তোষক ছাড়া তেমন কোনো কিছুরই ক্ষতি হয়নি। লঞ্চটি যথাসময়েই বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮
এমএস/এসআই