ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীর বিয়ে ঠেকালেন ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৮
স্কুলছাত্রীর বিয়ে ঠেকালেন ইউপি চেয়ারম্যান

গাইবান্ধা: শম্পা আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছেন গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম।

শুক্রবার (২ মার্চ) সন্ধ্যার দিকে এ বাল্যবিয়েটি বন্ধ করেন তিনি। শম্পা ওই গ্রামের মৃত মফো মিয়ার মেয়ে।

সে আরিফ খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

 

রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোপনে মেয়েটির মা তাকে উপজেলার বোয়ালী ইউনিয়নের পেয়ারপুর গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের নিয়ে বিয়ে বাড়িতে গেলে পাত্রপক্ষ পালিয়ে যায়।

পরে মেয়েটিকে ১৮ বছরের আগে বিয়ে দিবেন না বলে লিখিত দেন তার মা।

 

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৮

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।