ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে মন্ত্রিসভার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৩, অক্টোবর ৮, ২০১৮
অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে মন্ত্রিসভার অভিনন্দন মন্ত্রিসভা। ছবি: পিআইডি

ঢাকা: ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (৮ অক্টোবর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বৈঠকের শুরুতে ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া মন্ত্রিসভা তাদের অভিনন্দন জ্ঞাপন করেছে।

রোববার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশের নারী খেলোয়াড়রা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।