ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যমুনায় মা ইলিশ নিধনের দায়ে ৮ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, অক্টোবর ১৪, ২০১৮
যমুনায় মা ইলিশ নিধনের দায়ে ৮ জেলের কারাদণ্ড জব্দ করা ৯০ কেজি ইলিশ তিনটি এতিম খানায় বিতরণ করা হয়। ছবি-বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে মা ইলিশ নিধনের দায়ে আট জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান এ আদেশ দেন।  

এ সময় জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া ১২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৯০ কেজি ইলিশ তিনটি এতিম খানায় বিতরণ করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন এনায়েতপুরের বেতিল গ্রামের বুদ্ধু কুমার (১৯), চাঁদপুর গ্রামের রুহুল আমিন (২০), শরীফুল ইসলাম (২২) ও নিয়ামত হোসেন (২০), খামার গ্রামের শাহ জালাল (২৫), বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি গ্রামের শাহ আলম (৩৫) ও শামীম (৩৮) এবং বেলকুচি চর এলাকার আমানুল্লাহ (৪০)।

চৌহালীর ভারপ্রাপ্ত ইউএনও মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাতভর যমুনা নদীর সদিয়া চাঁদপুর ও বেতিল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে ওই আট জেলেকে আটক করা হয়। এ সময় ১০টি কারেন্ট জাল (১২ হাজার মিটার) ও ৯০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভোরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।