ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ইইউ প্রতিনিধি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
নির্বাচন পর্যবেক্ষণে আসছেন ইইউ প্রতিনিধি ইউরোপীয় ইউনিয়ন

ঢাকা: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুইজন বিশেষজ্ঞ মঙ্গলবার (২৭ নভেম্বর) ঢাকায় আসছেন। তারা দু’জন এখন থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, আগামী একাদশ জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বৃহৎ আকারে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না। তবে এ নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে তারা এই দু’জন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন।

তারা হলেন- ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারি। দুই বিশেষজ্ঞ এখন থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সবশেষে তারা এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।

এদিকে গত ২৪-২৬ নভেম্বর ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন তারা। ঢাকায় সফর  শেষে ইউরোপীয় ইউনিয়নের সংসদীয় প্রতিনিধি দলের নেতা রূপার্ট ম্যাথ্যুস জানিয়েছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক নিরপেক্ষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। সে কারণে ইইউ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। যেখানে নির্বাচনে সহিংসতা, কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা থাকে, সেখানেই ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়ে থাকে।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।