ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
খাগড়াছড়িতে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় দু’নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ দু’জন হলেন- পিসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা-সভাপতি অমল ত্রিপুরা এবং জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এন্টি চাকমা।

বুধবার(২৮ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ির সদর উপজেলা পরিষদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। দু’জনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে বিবৃতি দিয়ে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিপির কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমা ও সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা।

তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বলেন, দু’জনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘন্টা, নভেম্বর ২৮, ২০১৮
এডি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।