ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরার সাজাপ্রাপ্ত আসামি গাংনীতে গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
মাগুরার সাজাপ্রাপ্ত আসামি গাংনীতে গ্রেফতার

মেহেরপুর: প্রতারণা মামলায় আদালতের ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি লিলসাদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ।

লিলসাদ মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের পলান আলীর ছেলে।

গাংনী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাজুল ইসলাম সাজু’র নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বেতবাড়িয়া গ্রামের একটি ইটভাটাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এএসআই সাহাজুল ইসলাম সাজু বাংলানিউজকে জানান, সম্প্রতি আদালতে দোষী প্রমাণিত হওয়ায় লিলসাদকে ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডাদেশ হওয়ার পর থেকে পালিয়ে ছিলেন তিনি।

শুক্রবার (৩০ নভেম্বর) লিলসাদকে মাগুরা জেলা জজ আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।