ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধে ‘ওয়াকাথন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধে ‘ওয়াকাথন’ নারী নির্যাতন প্রতিরোধে ‘ওয়াকাথন’। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ এ স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে ১৬ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করছে। 

এর অংশ হিসেবে শুক্রবার (৩০ নভেম্বর) সকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টস্থ উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত হয়েছে ওয়াকাথন (দীর্ঘ পথ চলা) অনুষ্ঠান।  

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন- সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আশোক কুমার বিশ্বাস, প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পু চ নু প্রমুখ।

পরে ওয়াকাথনটি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।