ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে এরশাদের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৮
বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে এরশাদের শোক তারামন বিবি ও হুসেইন মুহম্মদ এরশাদ

ঢাকা: বীরপ্রতীক তারামন বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

শনিবার (০১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মহান মুক্তিযুদ্ধে তারামন বিবির অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এদেশের মানুষ কখনোই ভুলবে না তারামন বিবির সাহসী ভূমিকা। তার সাহস, মুক্তির সংগ্রাম ও দেশ প্রেমের প্রতীক হয়ে থাকবেন। তারামন বিবি যুগে যুগে পথ দেখাবে মুক্তি প্রিয় মানুষকে। অনুপ্রেরণা যোগাবে বিশ্বব্যাপী মুক্তি সংগ্রামে।  

তারামন বিবির মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার।

তারামন বিবি শুক্রবার (৩০ ডিসেমেম্বর) দিনগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।