ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭১’র স্মৃতি বিজড়িত জায়গাগুলো সংরক্ষণের দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
৭১’র স্মৃতি বিজড়িত জায়গাগুলো সংরক্ষণের দাবি  স্মৃতিস্তম্ভ। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা পাক হানাদারমুক্ত দিবস শুক্রবার (৭ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে মাগুরাকে হানাদারমুক্ত করে মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছেন বিজয়ের লাল-সবুজ পতাকা।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে র‌্যালি, আলোচনা সভা করা হয়েছে।

এছাড়া সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মক্তিযুদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

রাত ৮ নোমানী ময়দান মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সেখানে দেশের সনামধন্য শিল্পীরা গান পরিবেশেন করবেন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্ল্যা নবুয়াত আলী বাংলানিউজকে বলেন, জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা। তবে এসব সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের গৌরবজ্জ্বল ইতিহাস জানতে পারে সেজন্য ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য নির্মাণসহ একাত্তরের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক (ডিসি) আলী আকবর বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে যাবে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসআরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।