ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আগুন সন্ত্রাসীরাই হত্যার রাজনীতিতে নেমেছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
‘আগুন সন্ত্রাসীরাই হত্যার রাজনীতিতে নেমেছে’ বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: যারা অতীতে আগুন সন্ত্রাস ক‌রে‌ছে, তারাই নির্বাচন‌কে সাম‌নে রেখে হত্যার রাজনী‌তি‌তে নে‌মে‌ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

‌বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ী পেশাজীবীদের সমাবেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সমর্থনে ‘কারওয়ান বাজার ব্যবসায়ী পেশাজীবী জনতা’ ব্যানারে এই সমাবেশের আয়োজন করা হয়।

নির্বাচনী প্রচার-প্রচারণায় দেশব্যাপী হামলা হচ্ছে, প্রথম দিনেই দু’জনের মৃত্যু হয়েছে, এ বিষয়ে জানতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার রাজনীতি আওয়ামী লীগ করে না। যারা হত্যার রাজনীতি করে তারা অতীতেও জ্বালাও-পোড়াও করে নিরীহ মানুষকে হত্যা করেছে। নির্বাচনকে সামনে রেখে তারাই আজ এসব হামলা চালাচ্ছে।

জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যেকোনো হামলা ও বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এসব হামলার ঘটনায় যারাই দায়ী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবে।

দেশের সবচেয়ে বড় শক্তি জনগণ। আর জনগণই দেশের সন্ত্রাসীদের রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনকেন্দ্রীক বড় ধরনের কোনো নাশতকা বা হামলার আশঙ্কা রয়েছে কি-না, জানতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গোয়েন্দা সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। তাদের কাছে কোনো চ্যালেঞ্জই চ্যালেঞ্জ নয়, অতীতেও জঙ্গি-সন্ত্রাস খুব দক্ষতার সঙ্গে নির্মূল করেছে। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, কারওয়ান বাজার এক সময় ছিল সন্ত্রাসের দখলে। হত্যা ও চাঁদাবাজি ছিল প্রতিদিনকার ঘটনা। গত ১০ বছরে আমরা এটি নির্মূল করেছি। অনেক সন্ত্রাসীকে আমরা আইনের আওতায় এনে শান্তি নিশ্চিত করেছি। আর কিছু কিছু সন্ত্রাসী ভয়ে দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছে। এখন কারওয়ান বাজারে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এখানে ব্যবসায়ীরা যারা আছেন তাদের উপযুক্ত জায়গায় স্থানান্তর করা হবে। এর আগে কেউ এখান থেকে যাবেন না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও যদি জনগণের মেন্ডেড নিয়ে নির্বাচিত হতে পারি তবে যথাযোগ্যভাবে কারওয়ান বাজারের ব্যবসায়ীদের স্থানান্তর করা হবে।

‘আজ শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করে। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই’।

তাই আগামী ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।