ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক আটক যুবক মো. রফিক ও দুই র‌্যাব সদস্য। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (১২ ডিসেম্বর) বিকালে অভিযান চালিয়ে মো. রফিক (২৩) নামে ওই যুবকে আটক করে র‌্যাব।  

রফিক বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের নবী হোসেনের ছেলে।

 

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে উখিয়ার  বালুখালী পান বাজারের কাছে মাঠে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বেচা-কেনার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।  

তিনি আরও বলেন, এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোহিঙ্গা যুবক মো. রফিককে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

উদ্ধার করা এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৮
এসবি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।