ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জেএমবির ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
রাজধানীতে জেএমবির ৩ সদস্য আটক

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৩ সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আব্দুল হাকিম, নোমান ও শফি।

এ সময় তাদের কাছ থেকে ৩০টি কমান্ডো নাইফ, ১টি ডাবল এডজ, ১টি মিশেট, ৩০টি আইইডি কন্টেইনার এবং ১ দশমিক ৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, হাকিম জেএমবির কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান। ২০১৩ সালে তিনি জেএমবিতে যোগ দেন। জেএমবিতে যোগদানের আগে তিনি ইসলামিক বই-পুস্তক বিক্রি করতেন। নোমান জেএমবির চট্টগ্রাম অঞ্চলের আসকরী (সামরিক) প্রধান এবং শফি জেএমবির আসকরী সদস্য। তাদের সবার বাড়ি কক্সবাজার এলাকায়।

আটকরা আসন্ন নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টিফাস্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিলেন বলেও জানান ডিসি মাসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।