ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে রাখালের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে রাখালের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে আব্দুর রহিম নামে এক রাখালের মরদেহ উদ্ধার হয়েছে।

খবর পেয়ে সোমবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে রয়েছে।  

এর আগে রোববার (১৬ ডিসেম্বর) শেষ রাত ৩টার দিকে গরু আনার জন্য ভারতের উদ্দেশে রওনা হয় আব্দুর রহিম।

 

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সালাহ উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার সকালে স্থানীয়রা কিরণগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশ ভূ-খণ্ডের ৫শ’ গজ ভেতরে আব্দুর রহিমের বাড়ির পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ও বিজিবিকে খবর দিলে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না।   

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।