ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গ্রেফতার ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
মেহেরপুরে গ্রেফতার ২৩

মেহেরপুর: মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত ও বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত আসামিসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২৮ ডিসেম্বর) ভোর পর্যন্ত জেলার তিনটি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসব আসামিদের মধ্যে সদর থানা পুলিশ ১১ জন ও মুজিবনগর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছেন।

এছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৮ জন আসামিকে গাংনী থানা ও সদর থানা পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। এছাড়া মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে এক বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

অভিযানে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ও মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেমসহ পুলিশের একাধিক দল অংশ নেয়।

সহকারী পুলিশ সুপার (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।