ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নির্বাচনে সব দলের অংশগ্রহণে সুইজারল্যান্ডের সন্তোষ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জানুয়ারি ৬, ২০১৯
নির্বাচনে সব দলের অংশগ্রহণে সুইজারল্যান্ডের সন্তোষ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টাইন 

ঢাকা: ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টাইন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে নির্বাচনের আগে-পরে সংঘটিত সহিংতার জন্য আক্ষেপ করেছেন তিনি। 

রোববার (৬ জানুয়ারি) পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে তিনি এই আক্ষেপ করেন। ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

 

বৈঠকে  সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা  করেন তিনি। বৈঠকে রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবকে জানান, একাদশ জাতীয় সংসদীয় নির্বাচন প্রক্রিয়ায়  সব দল অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করছে সুইজারল্যান্ড। তবে নির্বাচনের আগে-পরে সংঘটিত সহিংসতার জন্য আক্ষেপ করেন তিনি।  

বৈঠকে রাষ্ট্রদূত হলেনস্টাইন বলেন, নির্বাচনের সময়  ভীতি প্রদর্শন ও অনিয়মের অভিযোগের প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী প্রচারণা ও ভোটদান প্রক্রিয়াকে দমন করা হয়েছে।  এসব অভিযোগ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ও আইনের শাসন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।  

রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, সুইজারল্যান্ড বিশ্বাস করে, বাংলাদেশের নতুন সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে সমর্থন করবে। সরকার একইসঙ্গে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে জনগণের ইচ্ছাকে মূল্য দেবে।  

তিনি পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেন, সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে তার চলমান অংশীদারিত্ব আরও এগিয়ে নেবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ৬ জানুয়ারি, ২০১৯
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।