রোববার (৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট ফাইমুল হক কিসলু, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গণি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল প্রমুখ।
বক্তারা অবিলম্বে সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআরএস