ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন করে ডাক পাননি, তাই কাজ করলেন না মন্ত্রীরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
নতুন করে ডাক পাননি, তাই কাজ করলেন না মন্ত্রীরা! ডাক না পাওয়া মন্ত্রীদের ব্যাগ গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: নতুন করে মন্ত্রিপরিষদে ডাক না পাওয়া মন্ত্রীরা অফিস করলেও কোনো কাজ করেনি রোববার (৬ জানুয়ারি)। নতুনদের স্থান দিতে এবার ছিটকে পড়েছেন প্রবীণ অধিকাংশ মন্ত্রী। পুরনো মন্ত্রীদের অনেকেই সকালে সচিবালয়ে এলেও ঘণ্টা দুয়েক থেকে বেরিয়ে যান। অফিস করলেও দাপ্তরিক কোনো কাজ বা অফিসিয়াল কোনো ফাইলে সই করেনি। অনেকে অফিসেই আসেননি।

রোববার সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সচিবালয়ের নিজ দপ্তরে উপস্থিত হলেও কোনো দাপ্তরিক কাজ করেননি। অফিসে কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে সচিবালয় থেকে দুপুর ২টার দিকে বেরিয়ে যান তারা।

 

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু আজ অফিসেই আসেননি। ডাক না পাওয়া মন্ত্রীদের ব্যাগ গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে।                                          ছবি: বাংলানিউজসকাল থেকে অন্যরা ফোন পেলেও পুরনো এসব মন্ত্রীরা ফোন না পেয়ে নিশ্চিত হয়ে যান তারা এবার ডাক পাচ্ছেন না।

এদিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন হবে সোমবার (৭ জানুয়ারি)। এদিন বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদ ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা, যা বাংলাদেশের ইতিহাসে নতুন নজির সৃষ্টি হবে।

আগের মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র মন্ত্রী এএইচএম মাহমুদ আলী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী তেফায়েল আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন আহমেদ, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, রেলমন্ত্রী মুজিবুল হক, নৌমন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদারও বাদ পড়েছেন।

জোটের শরিক ওয়ার্কার্স পার্টির প্রধান  সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির নেতা ও পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির (জেপি) নেতা পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাদ পড়েছেন।
 
আরও বাদ পড়েছেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল, ধর্মমন্ত্রী মতিউর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।