রোববার (৬ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভা গঠন উপলক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মাদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী রয়েছেন শুধু ডা. দীপু মনি।
আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বেগম মন্নুজান সুফিয়ান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করা হয়েছে।
বিদায়ী মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ পূর্ণমন্ত্রী ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমত আরা সাদেক, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বেগম মেহের আফরোজ চুমকি ও তথ্য মন্ত্রণালয়ে তারানা হালিম।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
আরআর