ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকশীতে রেলওয়ে কর্মকর্তা লাঞ্ছিত: বরখাস্ত ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
পাকশীতে রেলওয়ে কর্মকর্তা লাঞ্ছিত: বরখাস্ত ২ সমাবেশে বক্তব্য রাখছেন রেলওয়ে শ্রমিক লীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (সাময়িক বরখাস্ত হওয়া রেল কর্মচারী)। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ-সমাবেশে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় দফতরের সহকারী পরিবহন কর্মকর্তাসহ রেলওয়ে কর্মচারীকে লাঞ্ছিত করার দায়ে রেলওয়ের শ্রমিক লীগের দুই নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সভায় পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীর মহাব্যবস্থাপক লুৎফর রহমানসহ রেলওয়ে কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন।    
 
বরখাস্ত হওয়া দুই নেতা হলেন- ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি (খালাসী ব্রিজ) নুরুল আমিন ও রেলওয়ে শ্রমিক লীগ পাকশী শাখার সাধারণ সম্পাদক (বিভাগীয় প্রকৌশলী-২ এর উচ্চমান সহকারী) নজরুল ইসলাম।


 
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হামলা ও লাঞ্ছিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিয়মে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

রোববার পয়েন্টম্যান থেকে টেনস ক্লার্ক পদে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ায় তা বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণের দাবিতে পাবনা ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শ্রমিক লীগ ঈশ্বরদী ও পাকশী শাখার নেতা-কর্মীরা।
দাবি আদায়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তার (ডিটিও) অপসারণসহ সাতদিনের আলটিমেটামও বেধে দেয় তারা।  

এর আগে শ্রমিক লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) নাসির উদ্দিনকে লাঞ্ছিত করে ও পরিবহন কর্মকর্তা দফতরের প্রধান সহকারী মাসুদ ইকবালকে মারধর করে আহত করে।  

সন্ধ্যায় পাকশী ডিআরএম নাজমুলের নেতৃত্বে বিভাগীয় দফতরের কর্মকর্তারা জরুরি সভা ডেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করলে তারা ওই দুই রেলওয়ে কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।  

** পাকশীতে রেল শ্রমিক লীগের বিক্ষোভ
       
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।