সোমবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর-ট্যানারি সড়ক অবরোধ করে স্ট্যান্ডার গ্রুপের সামস ও টিসিএল-২ নামে দু’টি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
শ্রমিকদের অভিযোগ, নতুন মজুরি কাঠামোতে বৈষম্য দেখা দিলে আমরা বিষয়টি কারখানার মালিককে অবগত করি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেটি আমলে না নিয়ে রোববার দুপুরে পুলিশ দিয়ে আমাদের সরিয়ে দেয়।
এর প্রতিবাদে আমরা আজ সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকি। পুলিশ আমাদের বিষয়টি বিবেচনা না করে ভয় দেখিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এই বেতন বৈষম্য নিরসন না হলে আমরা কাজে যোগ দেবো না।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে নিরাপত্তা রক্ষী জানিয়েছে, কারখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে কথা বলতে রাজি নয়।
ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বাংলানিউজকে বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
তিনি আরও বলেন, যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ, কারখানা দু’টির শ্রমিকরা বেতন বৈষম্যের করণে গত ১৫ দিন ধরে বিভিন্ন সময় বিক্ষোভ করে আসছিলো।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
আরএ