তিনি বলেন, শিগগিরই সব আসামি ধরা পড়বে এবং আইনানুগ ভাবেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সেই নারীর খোঁজখবর নেন বিভাগীয় কমিশনার।
এ বিষয়টি কতোটা রাজনৈতিক অথবা কতোটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট তা খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার আরো বলেন, গণধর্ষণের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না। আজও একটি টেলিভিশন চ্যানেলে দেখেছি, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। সেই নারীর চিকিৎসা এবং তার নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ভিকটিম নিজেই বলেছেন, আগের চেয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
এসময় জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা পরিষদ প্রধান নির্বাহী ড. মাহে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রউফ মণ্ডল, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
এসআই