শিশুটির নাম জোবায়ের। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (০৭ জানুয়ারি) রাতে ফতুল্লা মডেল থানায় অভিযোগটি দায়ের করেন শিশুটির বাবা কুরবান আলী। এর আগে, রোববার (০৬ জানুয়ারি) সকালে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ভোলাইল এলাকায় এ ঘটনা ঘটে।
কুরবান আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তার বাবা আব্দুর রশিদের সঙ্গে তাদের স্বামী-স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রোববার সকালে জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দ্বারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। এরপর লেপ মুড়িয়ে ঘরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে রশিদ পালিয়ে যান। পরে নিজে ঘরের টিন কেটে বাইরে বের হয়ে আসে জোবায়ের। তখন আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে আমাদের খবর দেন। জোবায়ের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এমআরএ/এনটি