ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে দোকানে এসি বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
হবিগঞ্জে দোকানে এসি বিস্ফোরণ ক্ষতিগ্রস্ত দোকান। ছবি-বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় প্রাইম ফুড নামক ব্যবসা প্রতিষ্ঠানে একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরিত হয়েছে। এসময় ভবনের পেছনের দেয়াল ধসে ঝন্টু দাস (৩০) নামে এক কর্মচারী আহত হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ঝন্টু শহরের নোয়াবাদ এলাকার হিরেন্দ্র দাসের ছেলে।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সামছুল আলম বাংলানিউজকে জানান, বিকেলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের এসির কমপ্রেশার বিকট শব্দে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। এতে দোকানের পেছনের দেয়াল ধসে যায় কর্মচারী আহত হন। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কায়েস আহমেদ শিপন জানান, এ ঘটনায় তাদের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।