সোমবার (৭ জানুয়ারি) বিকেলে ভোলাগঞ্জ কোয়ারি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জি বাংলানিউজকে বলেন, ভোলাগঞ্জ কোয়ারিতে বসত-ভিটা ধ্বংস করে পাথর উত্তোলনের অভিযোগে অভিযান চালাতে যায় টাস্কফোর্স। এসময় শ্রমিকদের ইন্ধন দিয়ে হামলার ঘটনা ঘটানো হয়। শ্রমিকদের পাথর নিক্ষেপে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি বলেন, আমরা যখন পাথর উত্তোলনের মেশিন ভাঙতে শুরু করি। তখন হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি গুলি চালায়। তবে অভিযানকালে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করতে দেখিনি আমরা।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে বলেও জানান ইউএনও।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে দু’জনের মাথায় আঘাত লাগায় তাদের অবস্থা গুরুতর। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ইন্ধনদাতাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এনইউ/এইচএ/