ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ১৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ময়মনসিংহে ডিবির অভিযানে আটক ১৪ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযানে মাদকসহ ১৪জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (০৯ জানুয়ারি) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকদের মধ্যে তারাকান্দার বকশিমুল এলাকা থেকে দেড়শ নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক বিক্রেতা শাহানাজ (৪৫), ভালুকা উপজেলার জামির দিয়া থেকে ১০ গ্রাম হেরোইন ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা তাইজুদ্দিন (৩৭), সাইদুল ইসলাম (৪০), ফারুক হোসেনকে (৩২) আটক করা হয়।

এছাড়াও ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী ফার্স্ট প্রাইভেট হাসপাতাল থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মনিরুজ্জামান (৩৫), রফিক (৩৮), শেখ ফয়জুর রহমান (৪৪), সায়েম (৪০), আক্কাছ আলী (৪৩), আক্তারজ্জামান (৩৪), মনতলা এলাকা থেকে ৪৫০ গ্রাম গাঁজাসহ বিক্রেতা আ. জলিল (৩৫), আকবর হোসেন মুছা (৪০) এবং নান্দাইল উপজেলকে কুড়াটি থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা আতাউর রহমান (২২) ও মাসুদকে (২৯) আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি শাহ কামাল।  
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮ 
এমএএএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।