ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সাভারে পরিস্থিতি স্বাভাবিক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সাভারে পরিস্থিতি স্বাভাবিক বাঁয়ে বিক্ষোভকারী শ্রমিক। ডানেপুলিশের পাহারা। ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে টানা পাঁচদিন ধরে রাজধানীর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন।

আন্দোলনের পঞ্চম দিন বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এতে আহত হন প্রায় ২০ শ্রমিক।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আব্দুল্লাহপুর- ইপিজেড সড়কের বেরুন এলাকায় ও বিশমাইল-জিরাবো সড়কের কাঠগড়া এলাকায় অবস্থিত কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে সরিয়ে দেয়।

শ্রমিকরা অভিযোগ করেন, নতুন মজুরি কাঠামোতে বৈষম্য, হাজিরা বোনাস ও বিনা কারণে শ্রমিক ছাঁটাইসহ কয়েকটি দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এসময় গুলিতে শ্রমিক সুমন নিহত হওয়ার প্রতিবাদ জানিয়ে এ হত্যার বিচার দাবি করেন তারা।

তারা জানান, আমাদের দাবিগুলো না মানলে আমরা কাজে যোগ দেবো না।

এদিকে, সাভার ও হেমায়েতপুরের কয়েকটি কারখনার শ্রমিকরা কাজ না করে বাড়ি ফিরে গেছেন। এছাড়া ধামরাইয়ের কালামপুর এলাকার একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাভার-আশুলিয়ার কয়েকটি স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

ঢাকা-১ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি সানা সামিনুর রহমান বাংলানিউজকে বলেন, শ্রমিকরা রাস্তা অবোরোধের চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলগুলোতে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।