ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেমরায় দুই শিশু হত্যাকারীদের ফাঁসির দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ডেমরায় দুই শিশু হত্যাকারীদের ফাঁসির দাবি ডেমরায় দুই শিশু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর ডেমরায় ধর্ষণের পর শিশু ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহানকে (৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। মানববন্ধনে এলাকার শত শত লোক হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে যুবক, তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আসামিদের দ্রুত বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান তারা।  

ফারিয়া আক্তার দোলা পটুয়াখালীর দশমিনা থানার আলীপুরা গ্রামের মো. ফরিদুল ইসলামের মেয়ে ও নুসরাত জাহান ঝালকাঠি থানার বাউকান্দি গ্রামের পলাশের মেয়ে। ওই দুই শিশুর পরিবার ডেমরায় ভাড়া বাসায় থাকেন।  

ফারিয়া ও নুসরাতের মা বর্বর এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।