ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাল কাটা নিয়ে ৩ নারীর মধ্যে হাতাহাতি, একজনের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
ডাল কাটা নিয়ে ৩ নারীর মধ্যে হাতাহাতি, একজনের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): বাড়ির প্রাচীর সংলগ্ন একটি গাছের ডাল কাটা নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে তিন নারীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে নুরবানু (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুর ২টার দিকে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের কুশলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নুরবানু ওই গ্রামের আবু তালেবের স্ত্রী।

গ্রামবাসী ও নিহতের পরিবারের লোকজন বাংলানিউজকে জানান, আবু তালেব তার বাড়ির প্রাচীর সংলগ্ন একটি গাছের ডাল কাটছিল। এ নিয়ে তিন সন্তানের মা নুরবানুর সঙ্গে পাশের বাড়ির আব্দুল হান্নানের স্ত্রী সৈয়দা (৪০) ও মেয়ে লিপি (১৬) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনজনের মধ্যে হাতাহাতি বেধে যায়। এতে নুরবানু গুরুতর আহত হন। দ্রুত তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় গ্রামবাসী সৈয়দাকে আটক করে পুলিশে দিয়েছে। তবে লিপি পলাতক রয়েছেন।  
 
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।