ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাব্বি মিয়াকে হত্যার পর অটোরিকশা ছিনতাই মামলার আসামি মো. রোমানকে (৩০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) সদস্যরা। 

শুক্রবার (১১ জানুয়ারি) রাতে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়।

পরে শনিবার (১২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিষয়টি জানান।

রোমান কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পানখলা-ভোরগাও গ্রামের মৃত লক্কু মিয়ার ছেলে।

লে. কমান্ডার এম শোভন খান বলেন, আটকের পর রোমান অটোরিকশা চালককে হত্যার কথা স্বীকার করেছেন। এছাড়াও এ হত্যাকাণ্ডে তারা চারজন জড়িত ছিলেন। রোমানকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হবে।

২৪ নভেম্বর দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজের পাশ থেকে অটোরিকশা চালক রাব্বি মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।