যৌথ উদ্যোগে রোববার (১৩ জানুয়ারি) সারাদেশে জেলা শিল্পকলা একাডেমি এবং পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশ নেবে।
শনিবার (১২ জানুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিশুর অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার সকাল ৯টায় কর্মসূচির উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক ও পিপল্স থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী লাকী।
কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করা হবে। এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু হবে।
সকাল ১০টায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর শুরু হবে আলোচনা এবং শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন।
থাকবে শিশু আ্যাক্রোবেটিক দলের অ্যাক্রোবেটিক প্রদর্শনী। এ কর্মসূচিতে ঢাকা মহানগরের বিভিন্ন স্কুল কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেবে। অনুষ্ঠানে একজন বরেণ্য চিত্রশিল্পী এবং ১০জন শিশু চিত্রশিল্পী অনুষ্ঠানের শুরু থেকে ছবি আঁকাবেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তামান্না তিথি ও আব্দুল্লাহ বিপ্লব। এছাড়া দুপুর ২টায় একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কাক্ষে শুরু হবে শিশুনাট্য কর্মশালা।
কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে থাকবেন শিশুবন্ধু লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
এইচএমএস/এএটি