শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়ার মধ্যে একটি ফ্রিজের দোকানসহ একাধিক মুদি, মোবাইল সার্ভেসিং, ফার্মেসি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তা থেকে অনেকগুলো দোকানে ছড়িয়ে যায় আগুন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোক্তার হোসেন বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রাথমিকভাবে ৪০টি দোকান পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাংলাদেম সময়: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
টিএ