রোববার (১৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়ে ভ্লাদিমির মেকেই বলেন, ড. মোমেনের পেশাগত নেতৃত্বে বাংলাদেশ ও বেলারুশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
এদিকে সার্বিয়ার উপ-প্রধানমন্ত্রী (প্রথম) আইভিকা ডেকিক এক বার্তায় বলেন, ড. মোমেনের নেতৃত্বে বাংলাদেশ-সার্বিয়া দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
এর মধ্যে দিয়ে দুই দেশের জনগণ লাভবান হবে বলে প্রত্যাশা করেন আইভিকা ডেকিক।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
টিআর/এমজেএফ