ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে শহীদ মিনারে ধূমপান করায় ৬ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
না'গঞ্জে শহীদ মিনারে ধূমপান করায় ৬ জনকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ ছয়জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও তাছলিমুন নেছার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমুন নেছা বাংলানিউজকে জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযানে চালিয়ে শহীদ মিনারের মতো পবিত্র জায়গা ও পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ছয়জনকে ১ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বেশির ভাগই সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।