ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না’গঞ্জের বন্দর থানার ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
না’গঞ্জের বন্দর থানার ওসি প্রত্যাহার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় তদন্তের স্বার্থে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, বন্দর উপজেলার মদনপুরে এলাকায় আসামি ধরতে গেলে পুলিশের সঙ্গে আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসীর সংঘর্ষে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তাই তদন্তের স্বার্থে ওসি আজহারুল ইসলাম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) রাতের ওই সংঘর্ষের ঘটনায় আহত বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে ২৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২ থেকে ৩শ’ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

শনিবার রাতে মদনপুরে দুই আসামিকে ধরতে গেলে পুলিশের সঙ্গে আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসীর একাংশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে আশিকুর রহমান নামের এক পোশাক শ্রমিক নিহত ও বাবুল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সংঘর্ষে পুলিশের এসআই মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মনোয়ার, মোহনসহ অন্তত অধর্শত মানুষ আহত হন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।